মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা (মৎস্য) জনাব সাজ্জাদ হোসেন এর বদলি জনিত ও গাড়িচালক মো. তাজুল ইসলামের চাকুরি থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় তথ্য দপ্তরের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর( উপসচিব)। অনুষ্ঠানে উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর বিদায়ীদের সুসাস্থ্য ও মঙ্গল কামনা করে বক্তব্য প্রদান করেন। উপপরিচালকের সঞ্চালনায় বিদায়ীদের উদ্দেশ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন তথ্য দপ্তরের তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. এনামুল কবির। এছাড়াও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্মৃতিচারণমূলক অনুভূতি ব্যাক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ীদেরকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করা হয় তথ্য দপ্তরের পক্ষ থেকে।