ঢাকা;৩১/০১/২৪
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর-এর শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা, ২০২৩-২৪ এর ১.৫ এর আলোকে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ জানুয়ারি (বুধবার) সকাল ১০.০০ ঘটিকায় দপ্তরের সভাকক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তথ্য কর্মকর্তা (প্রাণিসম্পদ) ডা. মো. এনামুল কবীর-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপরিপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর (উপসচিব)। এছাড়া তথ্য কর্মকর্তা (মৎস্য) জনাব মাহবুবা খানম, গণযোগাযোগ কর্মকর্তা জনাব মো. সামছুল আলম, অনুবাদক জনাব ইয়াসমিন আক্তার ও অডিও ভিজুয়্যাল ইকুইপমেন্ট মেকানিক জনাব মো. আমির হোসেনসহ অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দপ্তরের ৩০ জন কর্মকর্তা ও কর্মচারীকে উন্নতমানের মাস্ক, অফিস সহায়কদের পারমানেন্ট ও ওয়ান টাইম হ্যান্ডগ্লাভস বিতরণ করা হয়। এছাড়া কর্মপরিবেশকে সুরক্ষিত রাখতে দপ্তরের প্রধান ফটকের সামনে ১৮৪ স্কয়ার ফিটের কার্পেট স্থাপন করা হয়।
মো. সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
০১৭৪৬ ৭৪৯০২০
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে সুরক্ষা সামগ্রী বিতরণ
২০