সামছুল আলম (১৮/০৫/২৩)
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (stakeholders) অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ( ১৮ মে ২৩) মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সভাকক্ষে সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক ডা. সঞ্জীব সূত্রধর এর সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা,২০২২-২০২৩-এর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার ১.৩ অংশে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (stakeholders) অংশগ্রহণে ৪ র্থ ত্রৈমাসিকে দ্বিতীয় সভার আয়োজন করা হয়। সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। এবং সভার বিষয়বস্তু ও কার্যক্রম ধারাবাহিকভাবে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা, ২০২২-২০২৩-এর ফোকাল পয়েন্ট ও বিকল্প ফোকাল পয়েন্টকে উপস্থাপন করার জন্য আহবান জানান।
সভার শুরুতেই মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা, ২০২২-২০২৩-এর ফোকাল পয়েন্ট, সভাপতির অনুমতিক্রমে সভার বিষয়বস্তু বর্ণনা করেন। এবং তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের নাগরিক, প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীন সেবা গ্রহণকারী যে কোন ব্যক্তি, প্রতিষ্ঠান ( সরকারি/বেসরকারি), আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ ও তাদের কর্মকর্তা-কর্মচারীদের অংশীজন হিসেবে বিবেচনা করে আজকের এই সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন প্রচার কার্যক্রম অংশীজনের (stakeholders) সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে, বিকল্প ফোকাল পয়েন্ট, মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন জনহিতকর তথ্য জনগণের দোরগোড়ায় সহজে ও টেকসই উপায়ে পৌঁছে দিতে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর কর্তৃক চলমান কার্যক্রমসহ বিভিন্ন মেয়াদী কর্মপরিকল্পনা অংশীজনের (stakeholders) সামনে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন।
সভাপতি সভায় উপস্থিত অংশীজনদের (stakeholders) মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সেবা ও প্রচার কার্যক্রমকে আরো সহজলভ্য ও গতিশীল করতে মতামত প্রদানের জন্য আহবান করেন। এতে অংশীজনেরা (stakeholders) মতামত ব্যক্ত করে বলেন, আজকে এই সভায় অংশগ্রহণ করে এই দপ্তরের অনেক কার্যক্রম ও সেবা সম্পর্কে পুরোপুরি জানতে পেরেছি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন সকল দপ্তর/সংস্থা যদি তথ্য প্রদানসহ মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের অন্যান্য কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে তাহলে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সকল সেবা কার্যক্রম এ দপ্তরের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সহজে পৌঁছে যাবে। এতে করে দেশের প্রান্তিক খামারী ও মৎস্যচাষী থেকে শুরু করে সাধারণ জনগণ মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সকল অত্যাধুনিক লাগসই প্রযুক্তি ও গবেষণা সম্পর্কে জানতে পারবে। ফলশ্রুতিতে সরকারের বিভিন্ন মেয়াদী কর্মপরিকল্পনা এসডিজি-২০৩০ , ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ এবং ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়ন করা সহজ হবে।
সভায় সভাপতি অভিমত ব্যক্ত করেন যে, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা,২০২২-২০২৩-এর প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার ১.৩ অংশে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের (stakeholders) অংশগ্রহণে সভা আয়োজনের যে নির্দেশনা ছিলো তা আমরা বাস্তবায়নের চেষ্টা করছি। তিনি বলেন, অংশীজনদের নিয়ে এ ধরনের সভার আয়োজন করতে পারলে দপ্তরের কাজের যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা থাকে তেমনি দুর্নীতি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে|