তীব্র গরমে গরুর যত্নে করণীয় কি সেই সম্পর্কে আমাদের জানা নেই। গরু পালন করে লাভবান হওয়ার জন্য গরমকালে গরুর যত্ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। গরমের সময় গরু পালনে বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে তাই গরুর জন্য বাড়তি যত্ন নিতে হবে। আসুন আজ জেনে নেই তীব্র গরমে গরুর যত্ন সম্পর্কে-
তীব্র গরমে গরুর যত্নে করণীয়ঃ
১। তীব্র গরমে গরুকে কম পরিমাণে দানাদার খাদ্য খেতে দিতে হবে এবং একই সাথে সবুজ ঘাস তথা কাঁচা ঘাস বেশি পরিমাণে খাওয়াতে হবে।
২। তীব্র গরমের সময় গরুকে যথাসম্ভব গরুকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এতে গরু সহজেই ক্লান্ত হয়ে উঠবে না।
৩। গরম তীব্র হলে গরুকে ঘন ঘন পানি পান করাতে হবে। আর সম্ভব হলে পানির সাথে সেলাইন মিশ্রিত করে গরুকে দিতে হবে।
৪। তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য দুপুর বেলা ঠাণ্ডা পানি দিয়ে গরুর শরীর ভিজিয়ে দিতে হবে।
৫। তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য ছায়াযুক্ত ক্ষেতে চরানো প্রয়োজন।
৬। গরম থেকে গরুকে রক্ষা করার জন্য গরুকে যথেষ্ট বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রাখতে হবে।
৭। তীব্র গরম থেকে গরুকে রক্ষা করার জন্য গরুর থাকার স্থানে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে।
৮। গরম থেকে গরুকে রক্ষার জন্য প্রয়োজনে শুকনো খাদ্যকে পানির সাথে খাওয়ানো যেতে পারে। এতে গরুর শরীর ঠাণ্ডা থাকবে।
কপি:akkbd.com