মৌলভীবাজারে গরুর খামার করে স্বাবলম্বী হচ্ছে বেকার যুবকরা। এ জেলার শতাধিক বেকার তরুণ ও উদ্যোক্তা গরু পালনে স্বাবলম্বী হয়েছেন। কেউ হাঁস-মুরগি পালন, কেউবা গরু-ছাগল পালন, কেউ মুদি, কম্পিউটার ও চা পাতার দোকান দিয়ে ব্যবসা করছেন।সফল উদ্যোক্তা মাহমুদুর রহমান ঋণ
নিয়ে কয়েকটি গরু দিয়ে ডেইরি ফার্ম গড়ে তুলেছেন। বর্তমানে তার খামারে ছোট-বড় ১৫টি গাভী রয়েছে। প্রতিদিন তিনি ১৫০ লিটার দুধ বিত্রুয় করেন।
আরেক খামারি বিজন বলেন, গ্রামের প্রায় সবাই গরু পালন করে। অনেকের খামারে সর্বনিম্ন ৪টি আর সর্বোচ্চ ৩৫টি গরুও রয়েছে। আমারা বিভিন্ন এলাকা থেকে ছোট বাছুর ও কম দামে গরু কিনে নিয়ে আসি। তারপর পালন করে মোটাতাজা করে ঈদে বিক্রি করি। আর গাভী গরু গুলোকে পালন করে তা থেকে দুধ ও বাছুর পাই।
তিনি আরো বলেন, গরু মোটাতাজা করে ঈদে ভালো দামে বিক্রি করতে পারি। আর গাভী থেকে সারাবছর দুধ ও বাছুর পাই। এতে আমাদের সংসার চলে যায়।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তারা বলেন, জেলার প্রায় সব উপজেলার প্রত্যন্ত গ্রামের মানুষরা গরু পালন করে স্বাবলম্বী হচ্ছেন। এর ফলে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। আমরা খামারিদের সব ধরনের পরামর্শ দিচ্ছি।
সূত্র: আধুনিক কৃষি খামার।