ইলিশের প্রধান প্রজনন মৌসুম ১২ অক্টোবর হতে ০২ নভেম্বর ২০২৩ খ্রি. পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, বাজারজাতকরণ নিষিদ্ধ উপলক্ষে মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়ন করা হয় গত ২৮.১০.২০২৩ খ্রি. তারিখে (শনিবার) । মৎস্য ও প্রাণী মন্ত্রণালয়ের যুগ্ম সচিব-জনাব শাহীনা ফেরদৌসী’র নেতৃত্ত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধীপ চ্যানেলের সলিমপুর থেকে বাড়বকুণ্ড উপকূলে অভিযান পরিচালনা করে আড়াই লক্ষ মিটার জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত জাল জন সম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দকৃত মাছ এতিমদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়া অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব কামাল উদ্দীন চৌধুরী, মেরিন ফিসারিজ অফিসার জনাব জান্নাতুল নাইম, কোষ্ট-গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জনাব ইসমাইল, নৌপুলিশের এসআই জনাব সালাম।
মো.সামছুল আলম
গণযোগাযোগ কর্মকর্তা
মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।