বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা অগ্রগতি (২০২২-২৩) পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন (২০২৩-২৪) এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (১৭ নভেম্বর ২০২৩) সকাল ৯.০০ টায় ময়মনসিংহস্থ ইনস্টিটিউটের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. নাহিদ রশীদ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডীন, প্রফেসর ড. মো. আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সম্মানিত অতিরিক্ত সচিব জনাব মো. আব্দুল কাইয়ূম ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক। কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. জুলফিকার আলী। অনুষ্ঠানে ইনস্টিটিউটের গবেষণা অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন ইনস্টিটিউটের পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) ড. মোহসেনা বেগম তনু।
কর্মশালায় প্রধান অতিথি বলেন,গবেষণার মাধ্যমে যেসকল নতুন নতুন জাত উদ্ভাবিত হচ্ছে তা সম্প্রসারণের কাজ করছে মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান। এভাবে সকলের প্রচেষ্টায় মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
এছাড়া উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিএফআরআই এর প্রাক্তন মহাপরিচালক ও পরিচালক, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের উপপরিচালক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইনস্টিটিউটের বিজ্ঞানী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মৎস্য চাষী ও উদ্যোক্তাগণসহ অন্যান্য অতিথিবৃন্দ।