১১৩
বরগুনার তালতলী শহর সংলগ্ন পায়রা নদীতে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ। শনিবার সকাল ৯টার দিকে পায়রা নদীতে চরপাড়া এলাকার তালুকদার বাড়ির আকাব্বর আলী মাঝি নামের এক জেলের জালে এ ইলিশ মাছটি ধরা পড়ে। এ মৌসুমে পায়রা নদীতে এতবড় ইলিশ এই প্রথম ধরা পড়ে বলে জেলেদের ধারণা।
শনিবার বেলা ১১টার দিকে তালতলী মাছ বাজারের নান্না জোমাদ্দারের আড়তে মাছটি নিলামে তুললে মৎস্য ব্যবসায়ী আনোয়ার সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি ৩ হাজার ১৮০ টাকায় কিনে নেন।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মো. মাহবুবুল আলম বলেন, এ মৌসুমে কয়েকটি বড় ইলিশ ধরা পড়েছে। তবে তাও দুই কেজি ওজনের চেয়ে বড় নয়। তবে আমার ধারণা- চলতি মৌসুমে এরকম বড় ইলিশ আরও পাওয়ার সম্ভাবনা আছে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার সুফল হলো এ ইলিশ।